তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে লাইনের ধারে খেলার সময় ট্রেনের ধাক্কায় জারা আক্তার (৬) বছর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার সাতপোয়া গ্রামের জামতলা মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় এর গণিত শিক্ষক ইউনুস মাস্টার।
নিহতে পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত শিশু ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামের ইউনুস মাস্টারের মেয়ে।তারা সহ পরিবারে সাতপোয়া জামতলা মোড় এলাকায় বাসা নিয়ে বসবাস করতেন।শিশু জারা রেললাইনের ধারে খেলতে ছিলেন,হঠাৎ জামালপুরগামী লোকাল ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড়াঃ রবিউল ইসলাম বলেন,ট্রেনের ধাক্কায় আহত হয়ে একজন শিশু চিকিৎসার জন্য এসেছিলো।পরে অবস্থার অবনতি হলে জামালপুর স্থানান্তর করা হয়েছে।