নূর মোহাম্মদ নীরবঃ স্টাফ রিপোর্টার, সৌদি আরব
প্রবাসীদের জন্য ডেলিভারি সেবায় কাজের সুযোগ নিষিদ্ধ করে আইন করেছে সৌদি আরব। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, চলতি বছলের এপ্রিল মাস থেকেই দেশটিতে এ আইন কার্যকর হবে।
বর্তমানে ৩৭টি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি সৌদি আরবের ডেলিভারি খাতে কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) পণ্য ডেলিভারি কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম প্রবর্তনসহ এই খাতকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে।
নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস-ভেরিফিকেশন ফিচার চালুর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ক্রমান্বয়ে আগামী ১৪ মাসের মধ্যে এই ডেলিভারি পরিষেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে। এই খাতে কেবল সৌদি নাগরিকরা কর্মরত থাকতে পারবেন।
টিজিএ বলছে, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য রয়েছে নতুন এই ব্যবস্থায়; যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন।
সংস্থাটির মুখপাত্র সালেহ আল জুওয়ায়েদ বলেন, এ সেক্টরটি আমাদের গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে একটি। এর কার্যকারিতা নিয়ন্ত্রণ করা এবং বাড়ানো আমাদের প্রধান উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও রয়েছে নতুন এই ব্যবস্থার; যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন।
বর্তমানে ৩৭টি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি সৌদি আরবের ডেলিভারি খাতে কাজ করছে। সরকারি হিসাব মতে, গত বছর ২০ কোটিরও বেশি ডেলিভারি কাজ সম্পন্ন হয়েছিল।