নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার ৯ ই সেপ্টেম্বর বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বাসস্ট্যান্ডে এশিয়া ব্যাংক প্রাঙ্গণ থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । ব্যান্ড পার্টির মিউজিকের তালে তালে চালুন সাজিয়ে উপজেলার সকল ইউনিয়ন থেকে কয়েকশত নারী বিক্ষোভ মিশিলে অংশ নেন । উপজেলা মহিলা দলের সভানেত্রী কাজী রওশন জাহানের নেতৃত্বে উপজেলার মূল দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও স্থানীয় বি,এন,পির সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন ।