শীত আসলে কিছু মানুষ
ভীষণ কষ্ট করে।
কুয়াশাচ্ছন্ন খোলা আকাশে,
ঘুমায় পড়ে পড়ে।
বৃষ্টির মতো হিম বহে তাতে
সারা গাও যায় ভিজে।
মাঘের শীতে কাপে থরথর,
সুখ পায় না সে নিজে।
কেউ তাকায় না ওদের দিকে,
এই কুয়াশার হিমে।
কঠিন শীতে ঘুম আসে না,
সারা শরীর যায় ঝিমে।
শীত আসলে কিছু মানুষ,
ভীষণ কষ্ট করে।
বৃত্তবানরা দামী পোশাকে,
ঘুমায় উমে পড়ে।