বই মেলা ও লেখক।
স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।
ঢাকা বই মেলায় প্রজন্ম লেখকের সাথে সাক্ষাত।
নাম: মো: রেদানুল ইসলাম রাজ,
প্রকাশিত বই: অ্যামাজনের প্রাচীন প্রবাদ
স্টল এর নাম: বাংলা নামা
স্টল নং: ২১৮
কলেজের নাম: ঢাকা কমার্স কলেজ।
বয়স: ১৮
বাসা: সাভার, ঢাকা
বইটির কাহিনী:
৬ বন্ধুর অ্যামাজন জঙ্গলে দুঃসাহসিক অভিযান নিয়ে লেখা বইটিতে আছে থ্রিলার , কবিতা ও কিছু ভালোবাসা। বইটি পড়ে মানুষ যেমন তার কলেজ জীবনের একটা ছায়া খুজে পাবে। তেমনি হটাৎ প্রিয় তমের বিয়োগে শোকে মুহ্যমান হবে।
বইটি নিয়ে রাজ এর সাথে কথা বললে তিনি বলেন,” বইটির কাজ শুরু করেছিলাম ২০২৩ সালের মার্চে । এরপর আসতে আসতে বন্ধু হামিম, আবির, শান্ত ও আলিফ এর অনুপ্রেরণায় এই বছর ২০২৪ এ বইমেলায় ছাড়ার দুঃসাহস করি। আমাদের সমাজে তরুণ ছেলেরা বই বিমুখ। কিন্তু যখন তারা শোনে ইন্টার সেকেন্ড ইয়ার এ পড়া একটা ছেলে একটা গোটা বই লিখে ফেলেছে । এটা শুনে দেখি কিছুটা আগ্রহ জাগে তাদের মেলায় আসার জন্য। বইটিতে কাহিনীর রোমাঞ্চকতায় আপনি প্রথমে কিছু ধরতে পারবেন না।। এবং আসতে আসতে কাহিনীতে ডুবে যাবেন।”
রাজ এর সংক্ষিপ্ত জীবনী:
২০১৮ সাল থেকেই লেখালেখিতে হাত। এরপর কভিড এর সময় নিয়মিত লিখেছি বিভিন্ন পোর্টাল এ।। এ ছাড়া একজন আবৃত্তি শিল্পী ও তরুণ সমাজ সেবক ও সমাজ নিয়ে চিন্তিত ব্যাক্তিদের মধ্যে একজন। ২০২২ সালে সিলেটের বন্যায় এসএসসি পরীক্ষার্থী থাকার সময় দল বল দিয়ে সিলেটিদের পাশে দাঁড়িয়েছিল। ২০২২ সালে তার প্রথম বই প্রকাশিত হয় অ্যাডভোকেট তাসলিজ আলী। ২০২৩ ও ২০২৪ এর বই মেলায় প্রকাশিত হলো “অ্যামাজনের প্রাচীন প্রবাদ”। এবং প্রকাশিতব্য বই “তোমার খোঁপায় নীল পদ্ম”।