নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩ ব্যাপক জমজমাট
মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি
নরসিংদী জেলা স্টেডিয়াম মার্কেটে শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩ ব্যাপক জমজমাট ভাবে জমেছে। হালকা শীতের আমেজে মেতে উঠেছে সকল বয়সী তরুণ তরুণীরা। প্রবেশ মূল্য ২০ টাকা তার বিনিময়ে একটি লাকী কুপন লটারি প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল আয়োজনে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মেলায় বসে বাহারি রকমের দোকান ও ছোট বাচ্চাদের খেলনা ও যানবাহন। সকল দোকান গুলোতে বিষম ভীড়। আজ শুক্রবার থাকাতে ছুটির দিন পেয়ে সরকারি চাকরি জীবিদের ছেলে মেয়ে ও পরিবার জন নিয়ে দেখতে এবং কেনাকাটা করতে এসেছে। মেলার আয়োজক কমিটির আশাবাদী সময় বাড়বে আর বেশী মেলা প্রিয় মানুষজন ভীড় ও কেনাকাটা বাড়বে। নিরাপত্তা নরসিংদী আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ।