তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা পারভীন তিনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সেতু খানম।
মঙ্গলবার ২৪ জুন বিকেলে হল প্রভোস্ট কক্ষে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, সদ্য বিদায়ী কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোর ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুল তামান্না ও রহিমা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক চৈতি, কোষাধ্যক্ষ জেরিন আক্তার মীম, সহ-কোষাধ্যক্ষ জাকিয়া, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, দপ্তর সম্পাদক সম্পা আক্তার, সহ-দপ্তর সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক সিগমা, ব্যবস্থাপনা সম্পাদক নওশীন শারমিলী এবং কার্যনির্বাহী সদস্য সাদিয়া সিদ্দিকা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেতু খানম বলেন, বিতর্ক সবসময়ই আমার প্রিয় একটি প্ল্যাটফর্ম। সময়ের প্রবাহে আজ এই প্ল্যাটফর্মে বড় একটি দায়িত্ব আমার কাঁধে এসেছে। বর্তমান কমিটির প্রতিটি সদস্য অত্যন্ত সক্রিয় ও আন্তরিক। তাঁদের চোখে আমি স্বপ্ন দেখি, জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটিকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। আমরা যেন একসাথে কাজ করে এই সোসাইটিকে দেশের অন্যতম শীর্ষ ডিবেট প্ল্যাটফর্মে পরিণত করতে পারি, সেই প্রত্যাশায় সবার কাছে দোয়া চাই।
নবনির্বাচিত সভাপতি আফসানা পারভীন তিনা বলেন, জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির সঙ্গে আমার যাত্রা তিন বছরেরও বেশি সময়ের। এই সংগঠনটি আমার কাছে কেবল একটি ক্লাব নয়, বরং আবেগের জায়গা। ক্লাস, পরীক্ষা কিংবা টিউটোরিয়ালের ব্যস্ততা কখনও আমাকে ডিবেট থেকে দূরে রাখতে পারেনি। আজ যখন এই গুরুদায়িত্ব কাঁধে এসেছে, তখন তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সেই প্রত্যাশা করছি। পাশাপাশি পূর্ববর্তী অর্জনগুলোর ধারাবাহিকতা ধরে রেখে আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।