রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (১৫ জুন) রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর ২০২৩ তারিখে রাসিকের সপ্তম পরিষদের প্রথম সাধারণ সভার আলোচ্য সূচি ৮ অনুযায়ী ৩০টি ওয়ার্ডে মাঠ পর্যায়ে জরিপ কাজ সম্পন্ন করা হয়। এরপর ২৮ নভেম্বর ২০২৪ তারিখে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং ১ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৩য় সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ভাড়ার ভিত্তিতে বার্ষিক মূল্যায়ণ নির্ধারণ করা হয়।
এই সিদ্ধান্ত অনুসারে ১৩ মে ২০২৫ থেকে হোল্ডিং মালিকদের পৌরকর অবহিতকরণ পত্র প্রেরণ শুরু হয়। তবে অধিকতর যাচাই- বাছাইয়ের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এ্যাসেসমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রাসিক সূত্র জানায়, সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।