দিনাজপুরে সড়ক মেরামতের পরদিনই সড়কের বেহাল অবস্থা : জনদুর্ভোগ চরমে
সাবু রায় দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সরকারি কলেজ মোড় থেকে মহারাজা বটতলি পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল, যা প্রতিদিন হাজারো ভারী যানবাহনের চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি করছিল। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয় এবং গত ২৫ মার্চ ২০২৫ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সমাপ্ত করে।
তবে, মেরামতের পরদিনই সড়কটির বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন দেখা দেয়, যা যানবাহন চলাচলে পুনরায় অসুবিধা সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ও ত্রুটিপূর্ণ কাজের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা সড়ক মেরামতের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সড়কটি পুনরায় মেরামত ও টেকসই করার আহ্বান জানানো হয়েছে, যাতে জনসাধারণের দুর্ভোগ কমে এবং সড়কটি দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার উপযোগী হয়।