বিশ্বাস করবো কাকে?
ভালোবেসেছিলাম যাকে?
যাকে-
নিয়ে ঘর বেঁধেছিলাম তাকে?
যাকে ভালবেসে ছিলাম?
সে তো অন্তরে দিলো আঘাত;
পৃথিবীর সমস্ত দুঃখ-কষ্টে দিয়ে সে তো আমার ছেড়ে দিল হাত।
যাকে নিয়ে বেঁধেছিলাম ঘর
স্বার্থের জন্য হয়ে গেল পর।
ভালোবেসে বিশ্বাস করে চেয়েছিলাম বুকে ধরে রাখবো;
আজ সে বিশ্বাসঘাত, বেইমান বুকে তীর মেরে চলে গেলো।
নিজের স্বার্থের জন্য বিশ্বাস ভেঙে ভালোবাসা করলো ছল;
পোড়া কপালে ব্যাথার অনল লাগিয়ে গেলো, রইলো অশ্রুজল।
কারেই বা করবো বিশ্বাস, বলে দাও হে মোর বিধাতা;
আপন হলো পর, সংসার মিথ্যে, সত্যি যেন অ-বিশ্বাসের খাতা।
এ দুঃখ-কষ্টের যন্ত্রণায় আর কতদিন কষ্টের নিঃশ্বাসে চলবো;
অবিশ্বাসের পৃথিবী, তাই একা, বলো #কাকে বিশ্বাস করবো।।