আমার সুখের পরশ হলো,
আমার প্রিয় বাবা।
কর্ম করে নিয়ে আসে বাবা,
আমাদের সবার খাবার।
ক্লান্তিবোধ করে না বাবা,
দিন রাত পরিশ্রম করে।
আসুক যত ঝড়-ঝঞ্ঝা,
রোদ বৃষ্টি ঝরে।
বাড়ির যত আপদ বিপদ
সবই বাবার ঘাড়ে।
বাবা ছাড়া বিপদ আপদ,
কারোর নজর না কাড়ে।
অসুখ বিসুখ হলে বাবা,
সবার আগে আসে।
ডাক্তার কবিরাজ আনে বাবা,
সেবা যত্ন করে যান পাশে।
বাবা আমার শক্তি সাহস,
বাবা ভালোবাসা।
বাবার স্মৃতি যাব না ভুলে,
এই আমাদের আশা।