শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঔষধ প্রশাসন নেত্রকোণা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক চারটি ফার্মেসীকে “ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩” এর ৪০(খ) ও ৪০(গ) ধারা ভঙ্গের দায়ে সর্বমোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ফার্মেসীসমূহে নকল-ভেজাল এবং আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং লাইসেন্স এ বর্ণিত শর্ত মেনে ফার্মেসী পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ঔষধ ড্রাগ সুপার খন্দকার হাফসা নাজনীন এবং কেন্দুয়া থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা হয়।