সুখ চায় যখন একা থাকতে,
একা থাকতে সুখ পারে না।
দুঃখ এসে জড়িয়ে ধরে,
সুখকে সে আর ছাড়ে না।
সুখ বলে ও’ রে দুঃখ ভাই,
আমি সুখের বাড়ি যেতে চাই।
সুখের ঘরে সুখী হয়ে আমি,
জীবন টাক গড়তে যে চাই।
দুঃখ বলে শোনো সুখ ভাই,
তোকে ছাড়া কেমনে যাই?
তার চেয়ে চল আমার ঘরে,
সুখ দুঃখ বাঁচবো যে তাই।