কিছুই ভালো লাগে না আমার, কিচ্ছু ভালো লাগে না;
অস্থির মনে ক্ষণটা কোনমতেই ভালো লাগেছে না।
মন কষ্টের ব্যথাগুলো সংগোপনে স্বপ্ন ছবি আঁকছে না;
রূপকথারা যেন চুপ, অরূপ লোকে তা ডাকছে না।
ক্লান্ত হৃদয় আজ নিদ্বয়, চেনাও যেন যাচ্ছে না;
সুখের ধারায় বুকের ভেতর উছল নদীও বইছে না।
রজনীগন্ধা হাতে নিয়ে বন্ধুরা আগের মত আসছে না;
প্রাণের ডালে তালে তালে ছড়ার ফুলগুলো হাসছে না।
দুঃসময়ে খুশহারা ধুস, কুকিল সুর জাগে না;
ধুর ছাই, আমার যেন কিচ্ছু আর ভালো লাগেছে না।
কি করি কোথায় যাই, #কিছুই ভালো লাগে না।।