হিসাবের খাতায় যায় না পাওয়া মিল,
তখন তাকে বলে হিসাবের গরমিল।।
বার বার ঘুঘু এসে খেয়ে যাও ধান,
আবার আসিলে তোমার বধিব পরাণ।।
দুই সের পানিতে দুই সের দুধ
কেমনে থাকে খাঁটি মানুষ, সত্যিকারের ভূত।।
মানুষের সঠিক পাওনাটা দেবে না ভাগের,
নিজের ষোলআনা নিয়েও-ঠকাবে তাদের।।
আমার যা কিছু তাও আমার-তোমার টাও নেবো-
চালাকির মারপ্যাঁচে তোমাকে হারাবো।।
হায়া নেই, লাজ নেই, নেই আগের শপথের মিল,
যা আছে তা যায় না বলা-হিসাবের গরমিল।।
কেনায় মন বসে না-আয়ের সাথে বেমানান খরচের খাত,
মুখের বুলিতে পেট ভরে না-নেমে আসে কালো রাত।
দুই আর দুই যা হয়-তাই হিসাব করো,
গরমিলের খাতা পাতা মেলে নাহি ধরো।।