ক্ষমা একটি মহৎ গুণ, নাই তুলনা কোনো। ক্ষমা করে দেন যে জন, তিনি মহৎ যেনো।
ক্ষমা অতি সাধারণ বিষয়, সহজ ভাবে নেই। ক্ষমার মধ্যে থাকে বেঁচে, মহান ব্যক্তি সেই।
মনের মধ্যে হিংসা বিদ্বেষ, সব ভেদাভেদ ভুলে। ক্ষমা করে দিয়ে তারে, বুকে টেনে নেই তুলে।