আযাবের বার্তা
ধ্বংস যারা করতে চাইছে
ফিলিস্তিনের গাজা,
খোদা তা’লা দিলেন তাদের
এই দুনিয়ার সাজা।
হাজার হাজার মারল মানুষ
বোমা গোলার ঘাতে,
নিরুপায়ী মানুষ গেলো
খোদার আদালতে।
আকাশ হতে অগ্নি বজ্র
দাবানলের বেশে,
সব পুড়ে ছাই করে দিল
বীর মোড়লের দেশে।
ছাড় দিলেও দেয় না ছেড়ে
বিশ্ব পালনকর্তা,
দাবানলের মাঝে দিলেন
তার আযাবের বার্তা।