বড় আশা করে বেঁধেছিলাম খাঁচা
রাখবো যতন করে
খাঁচা ভেঙে উড়াল দিয়ে
চলে গেলো অন্যের ঘরে।
অবুঝ প্রেম কষ্ট জ্বালা অভিশাপ
এই পুরা কপালে
একে একে সবি গেল হেলায়
হেলায় সবই বিফলে।
অন্তর জ্বালায় বড়ো কষ্ট পেলাম
এই শুন্য হৃদয়ে
বিধাতা যেন নিঠুর নিয়তিতে
কষ্ট ও যন্ত্রণা দিয়ে।
আশায় আশায় আর কতদিন
থাকবো প্রতিক্ষায়
আমার আশা আকাঙ্ক্ষা
সবই গেলো যে বৃথায়।
মিথ্যা প্রেমে আমি অঙ্গার হবো
ভাবিনি কোন দিন
নিঃস্ব হলাম জীবন যৌবন জরা
হলাম যেন দীনহীন।
মনের দুঃখ/কষ্টের ব্যথা/বেদনা
জীবন তরে পাই শুধু যন্ত্রণা
প্রেম ভালোবাসা ফুড়িয়ে গেলো
আমার #কপালে সুখ সইল না।।