বরিশালে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধসহ ৩ দফা দাবিতে জেলা প্রশাসকে স্মারকলিপি
নিজস্ব প্রতিনিধি, বরিশাল:
জন ভোগান্তির প্রিপেইড মিটার স্থাপন বন্ধ সহ ৩ দফা দাবিতে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ। অদ্য ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কর্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন’কে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন আরিফুর রহমান মিরাজ, মোঃ লিটন খান, মির্জা মনোয়ার, রেশমা আক্তার, মারুফ আহমেদ, নাহিদ ইসলাম, রাইদুল ইসলাম সাকিব, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ বাবুল ভূঁইয়া, রুবিনা ইয়াসমিন, ইয়াসমিন সুলতানা, মোঃ তুহিন ইসলাম খান, ব্যাবসায়ী ফারুক হাওলাদার, মনোয়ারা বেগম, অসীম মীর, লতিফ শিকদার প্রমূখ।
বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের তিন দফা দাবি হচ্ছে
১. ভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধ।
২. বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল।
৩. বিদ্যুৎ বিলের মূল্য সকল স্লাব একই রেটে আনতে হবে।
বক্তব্যে বক্তব্যরা বলেন, দেশের বিদ্যুৎ বিভাগ বিশেষ করে বরিশাল বিদ্যুৎ বিভাগ ওজোপাডিকো সাম্প্রতিক সময়ে প্রি-পেইড মিটার স্থাপন শুরু করেছে। আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এই মিটার ব্যবহারকারীদের সাথে আলোচনা ও মতবিনিময় করে অবগত হয়েছি যে, এটি মারাত্মক ভোগান্তি, হয়রানি ও প্রতারনার একটি বড় ফাঁদ। আমরা জানি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি চুরি, দুর্নীতি ও লুটপাট হয়েছে দেশের বিদ্যুৎ খাতে।
এমনকি দায়মুক্তি আইনের মত একটি কালো আইনও এখানে কার্যকর করেছিল স্বৈরাচারী হাছিনা সরকার। তারই ধারাবাহিকতার পরিনতি এই ভোগান্তি ও হয়রানির প্রি-পেইড মিটার। রাজধানীসহ বিভিন্ন শহরে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের হয়রানি ও ভোগান্তির খবরে আমরা শংকিত ও উদ্ভিগ্ন। ইতিমধ্যে বরিশালে যারা এই মিটার নিয়েছেন তারাও ভোগান্তির স্বীকার হয়েছেন। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো বিদ্যুৎ বিলের মধ্যে ডিমান্ড চার্জ নামে অদ্ভুদ এক বোঝা জনগনের ঘাড়ে চাপিয়েছেন।
আমরা জানি কোন কিছু উৎপাদনের ক্ষেত্রে কম সংখ্যক উৎপাদনে খরচ বেশী। অথচ বিদ্যুৎ এর ক্ষেত্রে এটা সম্পূর্ন উল্টো। অর্থাৎ যে যত বেশি কিনবে তাকে দাম তত বেশি দিতে হবে। তাই আমরা বিদ্যুৎ এর মূল্য সকল প্লাব একই রেটে আনার দাবী জানাচ্ছি।