নতুন সনে প্রথম দিনে
নতুন বই পেয়ে,
গন্ধ শুঁকে মনের সুখে
নাচে ছেলে-মেয়ে।
সোনার আলোয় হাসে যেন
নতুন দিনের রবি,
বইয়ের পাতায় সে খুজে পায়
জীবনের রং ছবি।
বই নেয় বুকে শিশুর চোখে
কত স্বপ্ন ভাসে,
রোজ সকালে সে স্কুলে
সবার আগে আসে।
বইয়ের মাঝে পায় সে খুঁজে
মজার ছবি ছড়া,
বছর জুড়ে থাকুক শিশু
হাসিখুশি ভরা।