
নামাজি
মোঃ মাসুদুর রহমান
১.
নিশিত ভোর,তারি পার, মসজিদের ঐ পথ
মালিক মহাজন,তোমারি আপনি,হে মানব মহৎ।
অশনি আশার,দিগন্তি বর, আত্মীয় প্রভুর
দিলে তার ধন্য,তোমারি মান্য, এ চিত্ত নামাজির।
মুখে হাসি তার, দিলে উপহার, পুরুষ বীর আজানির
বুকে শত ব্যাথা,আশ্রু হৃদয়, করি ভয় তোমারি ভেদ প্রাচির
শান্ত দেহে,গন্ধ মেখে,আঁখি হীনে হেঁটে যায় পথ
তাঁরি জীবন, করিতে নকল হবে মহান, আসমানেরই সফথ
দেখো তুমি মিলে যাবে,আলোর পথ খুঁজে পাবে,
পাবে সত্যের সন্ধান
কন্ঠ ক্ষীণ, সুরে মহীন,আদবের
ভয়, হবে তারি জয়
পথ ভুলে নয়, দীক্ষে সবার,
বঞ্চিতের সঠিক সমাধান
বিজলী ক্ষোপে আসি বিপত্তি -বিপর্যয়,নাই তাঁরি কোন ভয়।
২.
বেনামাজি, মুনাফিক,হে অধম নবীর দুশমন
দুনয়ান ধরি দেখে যাও, মুমিনির চিত্ত, বিভোর সূদর্শন।
মিথ্যে ব্যাথা,পুরলো মাথা, কাঙ্গাল তোমারি এ হৃদয়
ঘড়িতে জীবন, দিপ্ত ভরি প্রভুর প্রান,রাত্র জাগি ভবন বিদায়।
স্বপনে জীবন,আখেরি মহীন,
ভাবি হই তুলপার
হবে কি সেদিন নবীরই দুশমন,
হে নরর্গির দ্বার।
পথে হাঁটি, দরজায় ঘাঁটি, আসক্ত নেশায়
নর্গ দ্বারে, দিক্ষিত হারে, কিসের সে আশায়।
৩.
পিছনে ফিরি, এখনো আছে বছর কুড়ি,সেদিন ভালো হবার পন
আনন্ত কেহ নয়,সবই পরে রয়,
আসি যদি তোমারি মতন।
শুভ্র লাগি,গালে ময়দা মাখি,
চলি বুক ফুলে ভরা তেজ
চুলে কান্তার,দাগ কাটি মাঝে মাঝে খুঁজি প্রান্তর,রমনী আত্মজ।
চিত্র মুমিনির,শুভ্র জ্যাতি দিবা নুর, পাত্র গাত্র সর্ব উত্তম
কোথার বানি, বছর কুড়ি বাচিবে প্রানি, উৎপত্তি তোমার
দিলে প্রান, সর্ব মহান,নিপেন্দ্র পৃথ্বী সর্ব।।