মাক করে ঘরের কাজ,
বাবা অর্থ জোগায়।
এ দুই জন মহান সেবক,
আর পাবো কোথায়?
ঘর গোছানো রাধা বাড়া,
সবই করে যায় না।
সব চাহিদা পুরণ করে,
কর্ম করে আনেবাবা।
আমরা শুধু ভাই বোনরা,
ঘুরি ফিরি খাই।
পাড়া জুড়ে নাচি গাই,
বাজাই তাই তাই।
যখন যেটা আবদার করি,
বাবা মা’ র কাছে।
সামর্থ্য নাই বাবার সেটার,
তবুও তা নিয়ে আসে।
আমার মনে দারুণ খুশি,
মুখে ফোটে হাসি।
অনেক ভালো মা বাবা,
সেরা ভালোবাসি।