দিন দিন বাড়ছে দাম
দ্রব্য মূল্য অতি।
নিত্য নতুন বাড়ছে ভাই,
দ্রব্য মূল্যের গতি।
হাট বাজার গেলে হয়,
মনটা ভীষণ খারাপ।
মাছ মাংস সবজি কিনে,
পাই না কোনো আরাম।
নিত্য নতুন দাম বাড়ছে,
নাই কোন তাঁর নিয়ন্ত্রণ।
দেখার মতো কেউ নাই তো,
কাকে জানাই আমন্ত্রণ।
আলু, কপি, মুলা পটল,
লাউ, গাজর, ঝিঙে,
শাক সবজি মরিচ পিঁয়াজ,
পারছে না তারা কিনতে।
এখন পর্যন্ত দ্রব্য মূল্যের
নাই কোথাও তার কমতি।
এ ভাবে চলতে থাকলে,
পাবে না কোথাও সস্তি।