
নতুন দিনের আহ্বানে
মহসিন আলম মুহিন
পুরাতন ধাঁচে চলবে না আর আজকের জীবন,
ভালো কিছু রীতি-নীতি হয়তো থাকবে আমরণ।।
বদলাতে হবে জরাগ্রস্ত, ঘুণে ধরা যত কানুন,
জাগাতে হবে নতুন ভাবে কথা গুলো মানুন।।
নতুন বছরে নতুন নতুন ভালো যত কিছু আছে,
বাস্তবায়ন করতে হবে থাকবো না আর পিছে।।
সমাজ, রাষ্ট্র, সংসার জুড়ে উড়াও-নতুনের কেতন,
শিক্ষা, চিকিৎসা, মানবতায় আনো নতুনের নবায়ন।।
রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতিতে থাকুক উজ্জ্বলতা,
মানব জাতির হোক উন্নতি আসুক সবখানে সফলতা।।
অফিস, আদালত, ব্যবসা কর্মে সুন্দর হোক আগামী,
নতুন দিনের আহ্বানে সাড়া পড়ুক-ভুবন হোক দামী।।