এম, আলমগীর হোসেন
আমার সকল কর্ম হবে
শুধু তোমার জন্য,
তুমি ছাড়া কারো কাছে
চাইনা কিছু অন্য।
এ জান এ মাল তুমি দিলে
হে প্রভু দয়াময়,
তুমি আবার কিনে নিলে
জান্নাতের বিনিময়।
যদি না পাই তোমার দিদার
চাইনা কিছু অন্য,
তোমার রহম দিয়ে করো
আমার জীবন ধন্য।
বন্ধু কিংবা শত্রুতা হোক
তোমার খুশির জন্য,
এই জীবনে করি যেন
তোমার হুকুম মান্য।