
জাগ্রত রায়পুর ফুটবল একাডেমি গঠন ও যাত্রা শুরু
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :
রায়পুরে ” জাগ্রত রায়পুর ফুটবল একাডেমি” গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে নজরুল ইসলাম নিশাতকে সভাপতি ও মো পারভেজ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন ফয়সাল হোসেন রিপন মিয়াজী, মাহাবুব হোসেন ফাহিম, হুমায়ুন কবির,নবী উল্যাহ রুবেল, মামুন সর্দার, মামুন হোসেন, আফনান হাবিব বাবু, সিরাজুল ইসলাম স্বপন, মোঃ ইব্রাহীম খলিল, ফয়েজ আহম্মেদ, আব্দুল্লাহ আল রিয়াদ, জোবায়ের আল ইয়াছিন, এনামুল চৌধুরী (পাভেল), ফাহাদ হোসেনপার, হাবিবুর নবী কিষান, মোশারফ হোসেন পিন্টু, মোস্তাফিজুর রহমান আসিফ, আহমেদ সুজন, কামরুল ইসলাম তুষার।
জানা যায়, রায়পুর উপজেলার ফুটবলকে আরো গতিশীল করার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ জাগ্রত রায়পুর ‘ এর অঙ্গ ক্রীড়া সংগঠন ‘জাগ্রত রায়পুর ফুটবল একাডেমি’ এই কমিটি গঠন করা হয়।
জাগ্রত রায়পুর ও জাগ্রত রায়পুর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মেহেদী হাসান জিয়ন বলেন, রায়পুরের মানুষ
ক্রীড়া প্রেমী। এই উপজেলা অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ভালো প্লাটফর্মে সুযোগ পেলে তাদের সেরাটা দেখিয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। তাই রায়পুর উপজেলার ফুটবলকে আরো গতিশীল করার লক্ষ্যে আমাদের ” জাগ্রত রায়পুর ফুটবল একাডেমি ” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।