ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের সিডিউল বিপর্যয়: যাত্রীরা পড়েছেন ব্যাপক বিড়ম্বনায়
রাজশাহী ব্যুরো ঃ ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের ব্যাপক বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। আজ ০২ ডিসেম্বর সোমবার ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছাড়ার কথা ২টা ৪০ মিনিটে, কিন্তু এক ঘন্টা ১০ মিনিট বিলম্বে অর্থাৎ ৩টা ৫০ মিনিটে ছেড়ে আসে আন্তনগর ট্রেন সিল্ক সিটি।
এদিকে রাত সাড়ে ৮ টায় রাজশাহীতে
পৌছার কথা থাকলেও এসময় ট্রেনটি অবস্থান করছে যমুনা সেতুতে বলে জানিয়েছেন ট্রেনে অবস্থানরত যাত্রীরা।
ট্রেনটি দেরি হওয়ায় এবং নির্দিষ্ট সময়ে না চলার কারণে যাত্রীরা বিপাকে পড়ছেন। এই সিডিউল বিপর্যয়ের ফলে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিলম্বিত হচ্ছেন, এবং তাদের জন্য এটি একাধিক সমস্যার সৃষ্টি করেছে, বিশেষত যাদের জরুরি কাজ রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের ‘ঝ’ বগিতে অবস্থানরত যাত্রী মো: আজিবর রহমান জানান, এমন বিপর্যয় সাধারণত দেখা যায় ঈদের সময় কিন্তু এখন কেন দেরিতে চলাচল করছে এটি বোধগম্য নয়।
আমার সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজশাহীতে পৌছানো অতি জরুরি। সময় মতো পৌঁছাতে না পারলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে আমাকে।
তিনি আরও বলেন, কমলাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত বগিটিতে কোন এটেন্ডেন্ট চোখে পড়েনি। এদিকে ট্রেনের জানালা খোলা থাকার ফলে ঠান্ডা বাতাসের সাথে ধুলাবালি প্রবেশ করছে অনায়াসে। ট্রেন চলাচলের ব্যাপারে যাত্রী সেবার মান নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।
রেল কর্তৃপক্ষকে এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান আজিবর রহমান।
এব্যাপারে জানতে রাত ৯টা ৫০ মিনিটে রাজশাহী রেল স্টেশনের ভারপ্রাপ্ত এসএমআর শহীদ আলম বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে ট্রেন ক্রসিং এ সমস্যা দেখা দেয়, ফলে সিল্ক সিটি ট্রেনটি এক ঘন্টা ১০ মিনিট বিলম্বে চলাচল করছে। কিন্তু প্রতিবেদকের সাথে স্টেশন মাস্টারের কথা বলার সময় পেরিয়েছে ১ ঘণ্টা ২০ মিনিট । তখনও ট্রেন আসতে আরো ২০ মিনিট সময় লাগবে বলে তিনি জানান ।