অটোরিকশা চালকদের আন্দোলনে অস্থিরতা ঢাকায়
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
আজ ২১ নভেম্বর অটোরিকশা চালকদের মানববন্ধন থেকে বিশৃঙ্খলা সর্বশেষ সেনাবাহিনীর ধাওয়া।
রাজধানীর মিরপুর ও মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় অটোরিকশা চালকদের ধাওয়া দিয়েছে সেনাবাহিনী। দুপুরে মহাখালী রেলক্রসিং এলাকায় অটোরিকশা চালকদের ধাওয়া দেওয়া হয়। পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ ঘটনায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
অটোরিকশা চালকরা মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করে। তাদের অবস্থানের কারণে তীব্র যানজট লেগে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এতে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক-ওদিকে পালিয়ে যান। পরে তাদের রেলগেটের পাশের সড়কে অবস্থান নিতে দেখা যায়।
অটোরিকশা চালকদের দাবি প্রধানসড়কে সরাসরি অটোরিকশা চলাচল বন্ধ না করে তাদেরকে বিকল্প কর্মসংস্থান করে পর্যায়ক্রমে বন্ধ করা, মহল্লায় চালু রাখার দাবিও জানানো হয়।