
গোয়ালন্দে নেশাদ্রব্য চোলাইমদসহ নারী কারবারি আটক
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ লিটার চোলাই মদসহ দৌলতদিয়া যৌনপল্লীর মাদক কারবারি মরিয়ম বেগম(৪২) কে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটককৃত মাদক কারবারি দৌলতদিয়া যৌনপল্লীর বাবু বেপারীর বাড়ীর ভাড়াটিয়া ও বাগেরহাট জেলার মংলা উপজেলার সেলাবুনিয়া গ্রামের মোজাম্মেল শেখের মেয়ে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লী থেকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, এ ব্যাপারে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।