নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে অন্তত ৭ যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
শনিবার বেলা ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়,একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন, পরে আরো ২ জন মারা যায় এবং গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এসময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হাইওয়ে পুলিশ।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।