বাংলা ভাষা
মাসুদ রানা (ইরাক প্রবাসী)
এ ভাষা মায়ের ভাষা
এ ভাষা, বাংলা ভাষা,
এ ভাষায় ফুটে আছে
মায়ের খোকার লাশে!
এ ভাষা ফুটে রয়েছে
রক্তে রাঙানো রাজপথে
পথে, পথে।
এ ভাষা মায়ের ভাষা
এ ভাষা, বাংলা ভাষা
আজ সব জায়গা বাংলা
ভাষা হোক মায়ের ভাষা,
অফিস, আদালত, কোর্ট, কাচারি, স্কুল, কলেজে, শহরে-বন্দরে, গ্রাম-গঞ্জে, একটাই ভাষা হোক বাংলা ভাষা।
এ ভাষা মায়ের ভাষা
এ ভাষা, বাংলা ভাষা
এ ভাষার প্রতিধ্বনিতে,
জেগে উঠুক রাজপথে, পথে একটা ভাষা,
বাংলা ভাষা, বাংলা ভাষা,
মায়ের ভাষা, মায়ের ভাষা।
এ ভাষা মায়ের ভাষা
এ ভাষা, বাংলা ভাষা
দোয়েল-শ্যামা, কোয়েল ডাকে বাংলা ভাষা, মায়ের ভাষা।
আমার মায়ের ভাষা,
মধুর চেয়ে খাঁটি”
বাংলা ভাষা, বাংলা ভাষা?
এ ভাষার জন্য জীবন দিয়েছে মায়ের সূর্য-সন্তানেরা,
ভাষার জন্য রাজপথে, পথে রক্তাক্ত নিথর দেহটাকে রক্ত রঞ্জিত করছে।
এ ভাষা ব্যাথা ভরা
মায়ের ভাষা জেন হয়
আসল ভাষা, ক্ষত-বিক্ষত,
অবিরত কন্ঠধ্বনি, রুদ্ধ, উচ্ছ্বাসে,
ধ্বস্তা-ধস্তিতে, অস্পষ্ট স্বরে, অজস্র হৃদয়ে, শ্বাস-নিশ্বাসে
জেগে উঠুক আমার মায়ের ভাষা,
বাংলা ভাষা, বাংলা ভাষা।
একটাই চাওয়া বাংলা ভাষা, মাতৃভাষা, মায়ের ভাষা,
বাংলা ভাষা, বাংলা ভাষা।