চট্রগ্ৰাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় দুই কাভার্ট ভ্যান মুখোমুখি সংঘর্ষ
নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
এলাকায় ছগির আহামদ এলপিজি ফিলিং স্টেশনের সামনে আজ সকালে দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। গত সপ্তাহে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।
মহাসড়কটির বিভিন্ন স্থানে বিপজ্জনক বাঁক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার কারণে দুর্ঘটনা বাড়ছে। এছাড়া, লবণবাহী ট্রাক থেকে পড়া পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে দুর্ঘটনা কমাতে চালকদের আরও সতর্ক হওয়া এবং ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।