জয়পুরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বুধবার বিকেলে শহরের সার্কিট হাউজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ ।
জয়পুরহাট শহর ছাত্রদলের আহবায়ক একেএম গোলাম মাহফুজ শুভ’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাবেক আহবায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের সাবেক আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক যুগ্ন আহবায়ক শরীফুল ইসলাম, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা নাইম, কনক, ফারদিন, সুইট প্রমুখ।
এসময় বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।