ভেদরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আক্তার হোসেন, শরীয়তপুর
শরীয়তপুরের ভেদরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ভেদরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান খানের নেতৃত্বে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শুরু করে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। র্যালীটি উপজেলার সাবেক ছাত্র নেতাদের মিলনমেলায় পরিণত হয়।
র্যালি শেষে আলোচনা সভায় ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা শ্রমিকদলের সভাপতি হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী, আলোচনা সভার উদ্ভোধক ছিলেন ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসলাম হোসেন মাঝি, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসেম ঢালী, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বি এম মোস্তাফিজুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম ও ছাত্রদল নেতা রাশেদ ছৈয়ালসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।