নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বল হয়, বিমানবন্দর থেকে এগিয়ে এসে ভক্তদের নিরাস করেননি মোদি। প্রবীণ থেকে নবীন সবার সাথেই মেলান হাত, সেই সময় মোদি-মোদি শ্লোগানে মুখরিত হচ্ছিল মার্কিনের রাস্তা। মোদির সঙ্গে সেলফি নিতে উপচে পড়ে মানুষের ভিড়।
আগামী ২৩ জুন পর্যন্ত আমেরিকায় গুরুত্বপূর্ণ সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ২১ জুন বুধবার যোগব্যামের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
মোদির সফর সম্পর্কে, মার্কিন এনএসসি কো-অর্ডিনেটর জন কিরবি বলেন, ‘এই সফর আমাদের দুই দেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে এবং আমাদের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে সাহায্য করবে । ভারতীয়দের সঙ্গে আমরা একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশ্বাস করি, তাই আমাদের প্রতিরক্ষা সহযোগিতা উন্নত করার প্রয়োজন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ থেকে ২৫ জুন আমেরিকা ও মিশরে রাষ্ট্রীয় সফরে গেছেন। তার এই গুরুত্বপূর্ণ সফরটি নিউইয়র্ক থেকে শুরু হয়েছে। যেখানে তিনি ২১ জুন জাতিসংঘের সদরদপ্তরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী মোদি যোগ দিবসের অনুষ্ঠানের পর ২২ জুন ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তার জন্য হোয়াইট হাউসে এক ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করা হবে।