বালিয়াকান্দিতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরন
মোঃ হাফিজুর রহমান (রাজবাড়ী)
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে গ্রামীন ব্যাংক বালিয়াকান্দি শাখার আয়োজনে দিনব্যাপী ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে।
গ্রামীন ব্যাংক প্রধান কার্যালয় ঘোষিত বৃক্ষ রোপনের বিশেষ দিবসে বৃক্ষ রোপন ২০২৩ উপলক্ষে ফলজ ও বনজ গাছের চারা বিতরনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে গ্রামীন ব্যাংক বালিয়াকান্দি শাখা অফিসের সামনে এ চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল। এসময় জোনাল অডিট অফিসার মোঃ লুৎফর রহমান , বালিয়াকান্দি এরিয়া ম্যানেজার আব্দুস সোবহান, বালিয়াকান্দি শাখা ব্যাবস্থাপক মোঃ ফিরোজ আলমসহ সহকর্মীবৃন্দ ও সুবিধাভোগীরা উপস্খিত ছিলেন। বালিয়াকান্দি শাখা ব্যাবস্থাপক ফিরোজ আলম বলেন , এ কর্মসূচির আওতায় শাখার ৩ হাজার ১ শত ১৪ জন সদস্যদের মধ্যে বিতরন করা হবে। প্রত্যেক সদস্যদের মধ্যে ৩ টি ফলজ ও ৩ টি বনজ গাছের চারা বিতরন করা হয়। চলমান এ কর্মসূচি এ মৌসুম পর্যন্ত অব্যাহত থাকবে।