বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় শুরু হয়েছে সাহিত্য উৎসব
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ করে নিয়েছে নেত্রকোনার সাহিত্য সমাজ। সংগঠনটির বর্ণিল এ আয়োজনে শরীক হয়ে বসন্তকে বরণ করে নিয়েছে জেলা শহর ও উপজেলা পর্যায়ের ভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বসন্তকালীন সাহিত্য সমাজের এ উৎসবের উদ্বোধন করেন প্রাবন্ধিক গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
দেশের কবি-শিল্পী ও সাহিত্যকদের প্রাণের মিলনমেলা বসন্তকালীন সাহিত্য উৎসব। নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে প্রতিবছর এই দিনটিতে অনুষ্ঠিত হয় বসন্তকালীন সাহিত্য উৎসব। উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের দেয়া হয় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মতীন্দ্র সরকার জানান, এ বছর ২৭ তম এই উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কারের পাবেন কবি ও গদ্যশিল্পী গোলাম ফারুক খান।এদিকে উৎসব আয়োজনের কর্মসূচি নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান জানিয়েছেন, এবারের উৎসবের স্লোগান হচ্ছে ‘জীবন সাজাই/যুদ্ধ ভুলে শুদ্ধ হই।’
প্রতিবছরের মতোই উৎসবের শুরু হয়েছে জাতীয় সংগীত আর জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে।অনুষ্ঠান সূচিতে রয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী নেত্রকোনা সংসদের আয়োজনে বসন্ত বরণ, তবলা, লহরা, বাঁশি, নৃত্য ও গীত। শহর প্রদক্ষিণ করবে বসন্ত শোভাযাত্রা। যেখানে বাঙালিয়ানা পোশাক পরে কবি, শিল্পী ও সাহিত্যিকদের পাশাপাশি সমাজের ভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিবেন।শুরু হয়েছে স্কুলপড়ুয়া শিশুদের জন্য মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর কবিদের স্বরচিতড় কবিতা, ছড়া ও ছোট্ট গল্প পাঠ। বিকেল থেকে জমে উঠবে আলোচনা অনুষ্ঠান ও ফের কবিতা, ছড়া ও গল্প পাঠ। সন্ধ্যায়, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান।সন্ধ্যা সাতটায় শুরু হবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার ১৪৩০ প্রদান। পুরষ্কার গ্রহণ করবেন কবি গদ্যশিল্পী গোলাম ফারুক খান। এসময় সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন, কবি মোহাম্মদ সাদিক (এমপি), সাহিত্যিক যতীন সরকার, ফারুক মঈনউদ্দীন ও কবি তুষার দাশ।
সবশেষে মঞ্চ মাতিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবেন নেত্রকোনার বাউল সমিতির শিল্পীরা।