1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ১২ হাজার ফলদ গাছের চারা ও ৪ হাজার ছাতা বিতরন মা নানা ও দাদীর পর নাতিরও মৃত্যু আমতলীতে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নবজাতক মারা গেছে নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইল মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১ জন ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বাগমারা রাজশাহীর ওসি,এসিল্যান্ড ও ইউএনও’র অপসারণ সহ ৫ দফা দাবীতে সংবাদ সম্মেলন ধামইরহাটে প্রশ্নপত্র চুরির প্রতিবাদে মানববন্ধন মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

জাপানে ধর্ষণের সংজ্ঞায় নতুন আইন পাশ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২০৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ধর্ষণকে নতুনভাবে সংজ্ঞায়ীত এবং যৌন সম্পর্কে সম্মতির সর্বনিম্ন বয়স আগের চেয়ে বাড়িয়ে যৌন অপরাধ সংক্রান্ত আইন সংস্কারের মাধ্যমে বড় ধরনের সংশোধন এনেছে জাপান। দেশটিতে আগে যৌন সম্পর্কে সম্মতির আইনি ভাবে বয়স ছিল ১৩ বছর এখন সেটা বেড়ে ১৬ করা হয়েছে।


তাছাড়া দেশটিতে এখন থেকে ‘সম্মতিহীন যে কোন যৌন মিলনকেও ধর্ষণ বলে গণ্য হবে। এর আগে জাপানে কেবল ‘জোরপূর্বক যৌন মিলনকেই’ ধর্ষণ হিসেবে গণ্য করা হতো।
শুক্রবার (১৬ জুন) জাপানি পার্লামেন্ট ডায়েটের উচ্চকক্ষে নতুন এই আইন সর্বসম্মতিক্রমে পাস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ সংস্কারের ফলে জাপানের আইন এখন বিশ্বের অন্যান্য দেশের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো।
পুরোনো আইনের সমালোচকরা বলছেন, আগে জাপানে কাউকে যৌন মিলনে বাধ্য করা হলে, ভুক্তভোগী তেমন কোনো সুরক্ষা পেতো না। এ ধরনের হামলা বা আক্রমণের বিষয়ে অভিযোগ করতেও অনুৎসাহিত করা হতো। এমনকি, এসব বিষয়ে আদালতের রায়েও অসামঞ্জস্যতা দেখা যেতো। সবমিলিয়েই এই আইনগুলো পাল্টাতে দেশটির মধ্যে ব্যপক ভাবে দাবি উঠেছিল।
নতুন আইনে সুস্পষ্টভাবে এমন আটটি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ভিক্টিমের পক্ষে ‘যৌন মিলনে অসম্মতি জানানো বা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও তা প্রকাশ করা’ বেশ কঠিন।
এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে, মদ বা মাদকের প্রভাবে ভিক্টিম নেশাগ্রস্ত, সহিংসতা বা হুমকির মুখে, অথবা ‘ভীত-সন্ত্রস্ত ও বিস্মিত।’ অন্য একটি পরিস্থিতির কথাও এতে বলা হয়েছে, যেখানে ‘ক্ষমতার অপব্যবহার’ করা হচ্ছে ও ‘অসম্মতি জানালে তার পরিণতি কী হবে’ তা নিয়ে ভিক্টিম চিন্তিত।
জাপানে ১৯০৭ সালে যৌন সম্মতির আইন পাশ করার পর এই প্রথম সেই আইনে কোন পরিবর্তন আনা হলো। তার আগ পর্যন্ত, অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র জাপানেই যৌন মিলনে সম্মতি দেওয়ার বয়স সবচেয়ে কম ছিল।
জাপানে ১৯০৭ সালে যৌন সম্মতির আইন পাশ করার পর এই প্রথম সেই আইনে কোন পরিবর্তন আনা হলো। তার আগ পর্যন্ত, অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র জাপানেই যৌন মিলনে সম্মতি দেওয়ার বয়স সবচেয়ে কম ছিল।
ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমাও ১০ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে, যাতে ভুক্তভোগী ব্যক্তি অভিযোগের বিষয়টি গোপন না রাখেন। তাছাড়া আইন সংস্কারের ফলে দেশটিতে এখন গোপনে যৌন কার্যকলাপের ছবি বা বিনা অনুমতিতে স্কার্টের নিচের ছবি তোলার মতো কর্মকাণ্ডও নিষিদ্ধ হয়েছে।
জাপানে ২০১৯ সালে বেশ কয়েকটি ধর্ষণ মামলার আসামিরা রেহাই পেয়ে যাওয়ায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আইনের সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ন্যায়বিচার চেয়ে ও যৌন অপরাধের শিকার ব্যক্তিদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ গ্রহন করেন। এবং তৎকালীন সরকার এইসব আইনের সংস্কার আনবে বলে প্রতিশ্রুতি দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD