সুজন খন্দকার ঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ২দিনব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫শে জানুয়ারী-২৪ গোয়ালন্দ উপজেলার মাঠ চত্বরে ১০টি স্কুলের কয়েকশত শিক্ষার্থীদের অংশগ্রহণে, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ মেলা’টিতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলায় আগত মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে তৈরী করা বিভিন্ন আবিষ্কার মুলক স্টলগুলো পরিদর্শন করেন।
শিক্ষার্থীরা বলছে, সরকারে এধরণের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে শিক্ষারমান বহুগুন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বিজ্ঞান যে কঠিন বিষয় নয়, সেই ধারনার পরিবর্তন হতে শুরু করেছে।
আর শিক্ষক’রা বলছেন এধরণের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের মেধা বিকাশের দিকজয়ী হাতিয়ার হিসেবে কাজ করছে।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিজ্ঞানমুখী শিক্ষার্থীদের জন্য, বর্তমান সরকারের একটি মাইল ফলক উদ্বেগ। যার কারণে শিক্ষার্থীরা বুঝতে ও অনুভব করতে পারছে বিজ্ঞান কোন কঠিন বিষয় নয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, নার্গিস পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান গোয়ালন্দ উপজেলা পরিষদ,প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস, ওসি গোয়ালন্দ ঘাট থানা সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও পিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।