1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর পাংশায় পরকিয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা ঐক্যই আমাদের শক্তি শিবগঞ্জে সাবেক ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী আক্কেলপুরে জামায়াতে ইসলামীর যুব ও ওলামা বিভাগের সমাবেশ কয়রায় পঁচা মাংস বিক্রি ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড লামা উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক৭ বালিয়াকান্দিতে এনডিএম-এর ঈদ পুনর্মিলনী ২০২৫ সাতকানিয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার রাজবাড়ীতে চুরির অপবাদ দিয়ে শিকলে বেঁধে যুবককে রাতভর নির্যাতন ও শরীরের খেঁজুরের কাটাবিদ্ধ গলাচিপার কাইয়ুম মোল্লার মৃত্যু শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস করেন

শিশু শ্রমকে বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করলেন রাষ্ট্রপতি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৫১ বার পঠিত

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ‘শিশু শ্রম একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বলেছেন, সরকারের লক্ষ্য এসডিজি বাস্তবায়নের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশকে সকল ধরনের শিশুশ্রম হতে মুক্ত করা।


তিনি আগামীকাল ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে রোববার (১১ জুন) দেয়া এক বাণীতে এ কথা বলেন। রাষ্ট্রপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করা ও তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। শিশুশ্রম একটি বৈশ্বিক সমস্যা। সরকারের লক্ষ্য এসডিজি বাস্তবায়নের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশকে সকল ধরনের শিশুশ্রম হতে মুক্ত করা। শিশুশ্রম নির্মূল করে বাধ্যতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে প্রতিটা শিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে। শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে হবে।’
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’ খুবই সময়োপযোগী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুশ্রম নিরসনে সরকার জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্নমুখী কার্যকর উদ্যোগ ও ভূমিকা গ্রহণ করা হয়েছে। শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১০ সালে ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতিমালা’ প্রণয়ন করেছে। প্রণীত নীতিমালা বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২০২৫ প্রণয়ন করা হয়েছে।’
বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থনকারী দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিশুশ্রম নিরসনকে অন্যতম সূচক হিসেবে নির্ধারণ করা হয়েছে। শিশুশ্রম নির্মূলে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে চার স্তরবিশিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতকে শিশু শ্রমমুক্ত করার কার্যক্রম বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ উপলক্ষ্যে গৃহীত সকল উদ্যোগ ও কার্যক্রমের সফলতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD