ইসরায়েলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা
নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক ঃ ভারি বর্ষনের কারনে তলিয়ে গেছে উত্তর ইসরায়েলের শহর ও রাস্তাঘাট। সেখানে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বেশ কিছু অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরেছে।
টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের মধ্যে উত্তর ইস্রায়েলের শহরগুলোতে বন্যার খবর পাওয়া গেছে। কিছু এলাকা বন্ধ হয়ে গেছে।
খবরে বলা হয়েছে, কারমিয়েল, নাজারেথ, গোলানি জংশনে এবং অন্যান্য জায়গায় রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওগুলোতে দেখা গেছে, অতি বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে গাড়ি আটকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যায় বিভিন্ন সড়কে আটকে থাকা গাড়ি অনেকে ঠেলে পার করার চেষ্টা করছেন। অনেক ইসরায়েলি তাদের গাড়িতে আটকা পড়েছেন।
তবে ভয়াবহ এই বন্যার কারণে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে গাজায় বাস্তহারা মানুষেরা বিপজ্জনক অবস্থার সম্মুখীন হয়।