নয়া কণ্ঠ ডেস্ক
মার্কিন রাষ্ট্রদূত ও বি এন পি’র মির্জা ফখরুলের মধ্যে বৈঠক।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টা ২০ মিনিটে রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক শুরু হয়, শেষ হয় দুপুর ২টা ৩৫ মিনিটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান ও সরকারের নির্বাচনি ভাবনায় বিএনপির দ্বিমত নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা তুলে ধরেন পিটার হাস। পরে তারা একসঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন।
উল্লেখ্য, কূটনৈতিকদের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক বৈঠকে সচরাচর বিএনপির অন্য নেতারা থাকলেও আজকের বৈঠকে মির্জা ফখরুল একাই উপস্থিত ছিলেন। বৈঠকটি অনানুষ্ঠানিক বলে জানা গেছে।