মোহনপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
মোঃ আজিজুর রহমান ঃতানোর প্রতিনিধি
সোমবার (১১ ডিসেম্বর ) দুপুর ১২.৩০ মিনিটের সময় রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ২০২৩—২০২৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে খেলাধুলার বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম,উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা,উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা ,ইউপি চেয়ারম্যান আল—আমিন বিশ্বাস ,হযরত আলী, বাবলু হোসেন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের প্রধানগণ উপস্থিত ছিলেন।