আজ ১০ই নভেম্বর শহীদ নুর হোসেন দিবস সারাদেশে পালিত হয়েছে
মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি
আজ ১০ই নভেম্বর শহীদ নুর হোসেন দিবস যথাক্রমে সারাদেশে পালিত হয়েছে। স্বৈরাচার স্বৈরশাসক এরশাদ সরকার পতনের মূল হাতিয়ার শক্তি ছিলো শহীদ নুর হোসেন। ঢাকা কম্পাস ও রাজপথ কাঁপানো মিছিল ছিলো শহীদ নুর হোসেনের। স্বৈরাচার এরশাদ সরকার যখন সেনাবাহিনী দিয়ে জরুরি অবস্থা জারি করে ছিলো সেইসময় শহীদ নুর হোসেন ১৪৪ধারা ভঙ্গ করে রাজপথ কাঁপিয়ে ছিলো আর স্বৈরাচার এরশাদ সরকার পেটুয়াবাহিনী গুলিতে শহীদ নুর হোসেন রাজপথে মিছিলে শহীদ হয়েছিলো। তারপর থেকে ১০ ই নভেম্বর জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে শহীদ নুর হোসেন দিবস পালিত হচ্ছে এবং জাতীয় ভাবে স্বীকৃতি পেয়েছে এইদিনটি। এইদিন প্রতিটা জাতির ও মানুষের মনে কঠিন ভাবে সারা দেয়। শহীদ নুর হোসেন ছিলো গনতন্ত্র ফিরিয়ে দেশের মানুষকে স্বাধীন মতামত প্রকাশের হাতিয়ার। এই তাজা প্রাণ বিলিয়ে দেবার মতন এখন সাহসী বীর সৈনিক খুঁজে পাওয়া বড়ই কঠিন। আমরা তোমাকে কখনো ভুলবো না, তুমি আছো লক্ষ জনতার মাঝে চিরদিন বেচে থাকবে অনুপ্রেরণা উৎস হয়ে। এই জাতি শহীদ নুর হোসেনকে কখনো ভুলবেনা। সৃতির পাতায় বেচে থাকবে চিরকাল।