1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল নেত্রকোনায় ফিলিস্তিনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  ভোলায় শহীদ শাকিলের পরিবারের উপর হামলা- প্রতিবেদকে হুমকি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ গোয়ালন্দে অপহরণের দায়ে ৩ জন আটক, অপহৃত ব‍্যক্তি উদ্ধার গোয়ালন্দে ফিলিস্তিনের উপরে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ ধামইরহাটে চোলাই মদের  মূল হোতাসহ গ্রেফতার -৪  আরএমপির প্রযুক্তি সহায়তায় হারানো ৫৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

ক্লিন ইমেজ বলতে যা বুঝি: বীর মুক্তিযোদ্ধা মমতাজ চৌধুরী

  • প্রকাশিতঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত

 ক্লিন ইমেজ বলতে যা বুঝি

উপসম্পাদকীয়

বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী

বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত শুদ্ধি অভিযান তথা দুর্নীতিবাজদের রাহুগ্রাস থেকে দেশ ও সমাজকে অবমুক্ত করার প্রয়াসে যে শক্তিশালী অভিযান পরিচালিত করেছেন তা সাধারন জনগন সহ বিশ্বব্যাপী সমাদৃত। তিনি জিরো টলারেন্স নিয়ে একাগ্রচিত্তে দু:সাহসিক কাজে হাত দিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন । মোদ্দা কথা এ ধরনের অপারেশন চলমান প্রক্রিয়ার অংশ হলে সুবিধাজনক ভাবে হ্যান্ডলিং করা যায় , এতে হোঁচট বা ধাক্কা খাওয়ার অবকাশ থাকেনা । তাই রাষ্ট্রের মুল অরগ্যান আইন , বিচার ও শাসন বিভাগ যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হলে , আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে চোর সামলানোর কাজে সরাসরি মাঠে নামার দরকার ছিলনা । ইংরেজীতে প্রবাদ আছে : Better late than never , তাও ভাল , সাধারন মানুষ স্বস্তিবোধ করছে দেরী হলেও ।

সমাজ জীবনে বিত্তবানদের অবস্থান ও দৌরাত্ম বরাবরেই বিদ্যমান ছিল । এমনকি ইসলামের চার খলিফার মধ্যে হযরত ওসমান রা: ধনাঢ্য ছিলেন বলেনই অন্য ধর্মের লোকেরা উনার উপর কিছুটা অতিরিক্ত সমীহ করতেন, কারন উনি জনহিতকর কাজে অর্থ ব্যয় করতেন । এমন হাজার উদাহরণ আমরা ইতিহাস থেকে জানি । অনেকেই বলেন – Money is sweeter than honey , Money speaks and so on , আবার তাওত আছে – Money is not be all and end all of human life’s , এমনকি অর্থই সকল অনর্থের মুল ।তার পরেও সমাজ ব্যবস্থা এমন প্যাচে ধরা , টাকা না হলে চলেনা, কি শিক্ষা , কি চিকিৎসা , কি বিনোদন , বিদেশ যাত্রা , কি উন্নত জীবন যাপন বা পদ আহরন ইত্যাদি ইত্যাদি । আমাদের প্রতিযোগিতামুলক সমাজে টাকা চাই , যেনতেন উপায়ে টাকা অর্জন যাকে বলি কালো টাকা । কিন্তু মুল সমস্যা হলো কোনটা কালো বা কোনটা সাদা এর গায়ে কোন সিল নেই , সব টাকার দৃশ্যমান অবস্থান ও মুল্যমান এক ও অভিন্ন । অপরাধীরা অনেক চালাক ও সাহসী থাকে তাই সবার চোখে ফাঁকি দিয়ে হয়ে উঠে বিত্তশালী । আর টাকাওয়ালা মানে সব আপনার পকেটে আসবে অর্থাৎ যা চাই , তা পাই ।
এমন বলছিনা , সব দেশেই বনেদী,বিত্তবান পরিবার থাকেন ও বংশানুক্রমে উত্তরসুরীরা ধনী হন , এতে আপত্তি নেই বা থাকা উচিত নয় । কিন্তু সকালের ন্যাংটা বা হাফপ্যান্ট পরা চোকরা যদি বিকেলে জর্জ আরমানীর স্যুট পরে ওয়েষ্টিনে ডিনারে যায় , সাপ্তাহিক শপিং বা জ্বর মাপানোর জন্য সিঙ্গাপুর যায় , তখনি সচেতন মানুষগুলো চোখ কান খুলে সব দেখতে চায় ও নরেচরে বসে । সোজা হিসেব , টাকা হলে বাঘের দুধ কেনা যায় যা গল্পে শুনতাম , এই বেলায় দাঁড়িয়ে ভ্রু কুচকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি টাকা দেয়না এমন জিনিস নেই । সারা জীবনের ত্যাগী কর্মী অচেনা হয়ে উঠে একজন নব্য ধনাঢ্য কর্মীর মোকাবেলায় , কি অসহায়ত্ব বোধ কাজ করে । সুন্দরী প্রেমিকা অন্যের ঘরের বউ হয়ে চলে যায় টাকার দাপটে , আর কি বলব । আমি কোন উদাহরণ দিয়ে কাউকে আহত বা খাটো করতে চাইনা , আমরা জাতির জনকের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্বের মাধ্যমে স্বাধীনতা অজর্নকারী অহংকারী জাতি আর আমাদের ধন সম্পদ লুটেরা বিদেশে পাচার করে দিবে এটা ভাবতে কষ্ট হয় । প্রসঙ্গ ছিল ক্লিন ইমেজ , ময়লা জিনিস ধুলে পরিস্কার হয় , কিন্তু নৈতিক অবক্ষয়ের মানুষগুলো পরিস্কার হয়না । প্রবাদ আছে-Money lost nothing lost , health lost something lost , character lost everything lost , অতএব বুঝতে কষ্ট হওয়ার কথা নয় । মানুষকে আদ্যোপান্ত সৎ হতে হবে , তার উপার্জন , নৈতিকতা ,আচার ব্যবহার ইত্যাদি শালীন হলে বলতে পারি ক্লিন ইমেজ । এক জীবনে চুরি করে , শেষ জীবনে দাতা মহসীনরা কোন ভাবেই ক্লিন ইমেজ সম্পন্ন হতে পারেন না । আমরা ভুল থেকে শিখি , অন্তত মৃত্যু ভয়কে সামনে রেখে সবাই বিশুদ্ধ জাতি গঠনে জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিত ভাবে কাজ করি । সমালোচনার জায়গা সমালোচনা করি যা হবে শিক্ষনীয় কিন্তু ইল মটিভ নিয়ে বা ক্ষমতা আরোহনের ষ্টেপ হিসেবে আমরা যেন কোন বিভ্রান্তিতে না ভোগী বা উচ্চাভিলাষী চিন্তা না করি । অন্তত আমাদের আগামী প্রজন্মের খাতিরে আত্মশুদ্ধির পথে হাটি।

লেখক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে একজন সম্মখ যোদ্ধা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD