সনাতন ধর্মাবলম্বীদের জন্য তানোরের এমপির অনুদান প্রদান ।
মোঃ আজিজুর রহমান। তানোর প্রতিনিধি
তানোর – গোদাগাড়ী নির্বাচনী এলাকার সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী রাজশাহীর তানোরে সনাতন ধর্মালম্বীদের সব চাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান ও কাপড় বিতরণ করেছেন ।
অদ্য ১৭ অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলঘরে আয়োজিত অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিন উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৫৮টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এমপির ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করা হয়েছে।