জয়পুরহাট কালাই উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
___ মোঃ শাহাবউদ্দিন ইসলাম। আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাট জেলার কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে কালাই উপজেলা হলরুমে বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমানের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ।
কর্মী সমাবেশে কালাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে ও নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য প্রত্যেক নেতাকর্মীদের একহয়ে কাজ করার আহ্বান জানান ।