1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল নেত্রকোনায় ফিলিস্তিনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  ভোলায় শহীদ শাকিলের পরিবারের উপর হামলা- প্রতিবেদকে হুমকি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ গোয়ালন্দে অপহরণের দায়ে ৩ জন আটক, অপহৃত ব‍্যক্তি উদ্ধার গোয়ালন্দে ফিলিস্তিনের উপরে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ ধামইরহাটে চোলাই মদের  মূল হোতাসহ গ্রেফতার -৪  আরএমপির প্রযুক্তি সহায়তায় হারানো ৫৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

প্রবাসীরা কি আদৌ দেশের সম্পদ? বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী ( এম এ ঢাবি)

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

প্রবাসীরা কি আদৌ দেশের সম্পদ?

উপসম্পাদকীয়

বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী (এম এ ঢাবি)

প্রবাসীরা সোনার ছেলে বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা , নীতি নির্ধারকদের অনেকেই বলেন প্রবাসীরা রিমিট্যান্স যোদ্বা ও বিদেশে দেশের একজন রাষ্ট্রদূত , টকশোগুলোতে প্রায়শই নানা মুখরোচক কথা শুনে ভালই লাগে । বাস্তবে এর উল্টোচিত্রই সারা দেশে সর্বস্তরে পরিলক্ষিত হয় । একটা বিশেষ মহলের যেন এজেন্ডা হয়ে উঠছে প্রবাসী ঠেকাও, হেয় প্রতিপন্ন করা । তবে দান অনুদান অব্যাহত রাখেন কিছুটা পার পেতেও পারেন ।।

প্রবাসীদের জমি দখল , টাকা হাতিয়ে নেওয়া , সুযোগ পেলেই অমর্যাদা করা হরহামেশাই শুনি । এমনকি প্রবাসে যাদের জামাই আদর করে প্রবাসীরা যত্ন করেন , দামী গিফট দেন তাদেরকে দেশে পা রাখলে চেহারা পাল্টাতে দেখি । অথচ এই প্রবাসী আয় দেশের অর্থনীতিকে টেনে এই পর্যায়ে নিয়ে আসতে মুখ্য ভুমিকা পালন করে । আমাদের দেশের চেহারা পাল্টানোর পিছনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য্য । প্রবাস আয় দৃশ্যমান অবভাস, এর বাইরে নানা প্রতিষ্ঠানে বা সামাজিক কর্মকান্ডে অনেক প্রবাসীরা অবদান রাখেন ।
এবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের সাশ্রয় করে বেশী রিমিট্যান্স পাঠাতে ও দেশের বিরুদ্ধে অপপ্রচারের সমুচিত জবাব দিতে ও চোখ কান খোলা রাখতে আহবান জানান । উনি নিজেও প্রবাসে ছিলেন বিধায় প্রবাসীদের দুঃখকষ্ট অন্তর দিয়ে অনুধাবন করেন ও প্রবাসীদের ভালমন্দ নিয়ে মনোযোগ দেন ।

সম্প্রতি জনৈক নেতা প্রবাসীদের রাজনীতি নিয়ে কটাক্ষ করেছেন বলে শুনলাম , আমাদের বুঝা উচিত রাজনৈতিক কর্মকান্ড স্তান কাল পাত্র ভেদে ভিন্নতর হবেই তবে দেখার বিষয় দলের প্রতি একাগ্রতা ও আদর্শের প্রশ্নে কতটুকু অবিচল । আমি চ্যালেন্জ দিলাম আসুন সামনে বসি , এ নিয়ে কথা বলি প্রবাসীরা কি ধরনের রাজনীতি করে । মাননীয় নেত্রীর পরামর্শে ও নির্দেশে জামাত বিএনপির অপতৎপরতা,অপপ্রচার রোধকল্পে প্রবাসীরা যার যার অবস্তান থেকে কাজ করছেন , সাংগঠনিক ভিত সৃষ্টি করার লক্ষে ঐক্যবদ্ব হয়ে স্বাধীনতার পক্ষ শক্তির ঝান্ডা হাতে নিয়ে বিদেশ বিভুইয়ে নানা প্রতিকুলতার মাঝে জয় বাংলার শ্লোগান দেন । আমরা স্যালুট জানাই এ সকল মুজিব সৈনিকদের ।
আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ফান্ড গঠন, দেশে পরিবার পরিজনদের সাথে যোগাযোগ , নির্বাচনের আগে দেশে প্রত্যাবর্তন সহ প্রবাসীরা সব সময় নানা কর্মসুচী হাতে নিয়ে থাকেন যা মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সম্যক অবহিত । আমরা বিগত সিলেট মেয়র নির্বাচনে যা প্রত্যক্ষ করেছি । এভাবে বিশ্লেষন করলে সারা দেশেই আমাদের বিশাল কর্মী বাহিনী প্রবাসী ও প্রত্যাগত প্রবাসীরা কাজ শুরু করেছেন । মাননীয় নেত্রীর পরামর্শে প্রত্যাগত প্রবাসীরা ইতিমধ্যে আওয়ামী প্রবাসী লীগ গঠন করে মাঠে কাজ শুরু করেছেন ।
সর্বোপরি প্রবাসীরা আমাদের কারো না কারো পরিবারের সদস্য , আপন জন , নিয়মিত ট্যাক্স দেয় , রিমিট্যান্স দেয় ওদের সম্মান করি । এক কোটির উপর প্রবাসী ও পন্চাশ লাখের মত প্রত্যাগত প্রবাসী তাদের সাথে এক বা দুজন পরিবারের আপন সদস্য সংযুক্ত করলে দেশের মোট ভোটারের এক তৃতীয়াংশের উপরে যাবে এই সংখ্যা ।আমাদের এসব পরিসংখ্যান মাথায় নিয়ে প্রবাসীদের কাজে লাগানো উচিত বলে বিজ্ঞ মহলের অভিমত । বিশ্ব প্রবাসীরা ঐক্যবদ্ধ হউন ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু , মমতাজ হোসেন চৌধুরী , কার্যকরি সভাপতি , প্রত্যাগত আওয়ামী প্রবাসী লীগ ।
সাবেক সাধারন সম্পাদক ,সাবেক সভাপতি , ফ্রেন্ডস অব বাংলাদেশ , জেদ্দা মহানগর আওয়ামী লীগ ( জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত সংগঠন )

লেখক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে একজন সম্মখ যোদ্ধা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD