মেহেরপুরে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন মেহেরপুর কলকারখানা প্রতিষ্ঠান কুষ্টিয়া অধিদপ্তর এর সৌজন্যে ও শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি সভার আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি সভায় বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা শাহীন,অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এজিএম সিরাজুম মুনির।
এছাড়াও এসময় আরও মেহেরপুর জেলা কমিটির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।