নড়াইলে ইয়াবা সহ দুইজন গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম,) এর তত্ত্বাবধানে এসআই মো:অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ, মো রকিবুজ্জামান রকি, ওলিয়ার রহমান, সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালি গ্রামস্ত মাদ্রাসা বাজারে বট গাছের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামীদ্বয় ১/ মেহেদী সরদার (২২) পিতা: তৌহিদুল সরদার, সাং- সীমাখালী, ২/ রাজু বেগ (২০), পিতা- আজিম বেগ, সাং- লস্করপুর উভয় থানা-নড়াইল সদর, জেলা- নড়াইলদ্বয়ের দখল হইতে ৪০+৩৭= ৭৭ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অদ্য ইংরেজি ১৩-০৪-২৫ তারিখ দুপুর ১৩:২০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।